নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ভারতে গত পাঁচ দিনে তিন বার ভূমিকম্প হয়েছে। সবশেষ রবিবার (১৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে দেশটির পাঞ্জাবের অমৃতসারে ৪.১ মাত্রা কম্পন অনুভূত হয়েছে। এর আগে দিল্লি ও প্রতিবেশী অঞ্চলগুলোতে বুধবার (০৯ নভেম্বর) ও শনিবার (১২ নভেম্বর) কম্পন অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার দিবাগত রাত ৩টা ৪২ মিনিটে ৪.১ মাত্রার ওই ভূমিকম্প অনুভূত হয়। এটির গভীরতা ছিল ১২০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাবের অমৃতসার।
গত কয়েক দিনে ভারতের রাজধানী দিল্লি ও প্রতিবেশী অঞ্চলগুলোতে দুইটি পৃথক ভূমিকম্প আঘাত হানে। প্রথম কম্পন অনুভূত হয় গত ৯ নভেম্বর। এটির কেন্দ্র ছিল নেপালে। রিখটারে ওই কম্পনের মাত্রা ছিল ৬.৩ মাত্রা। এরপর গত ১২ নভেম্বর নেপালে আবারও ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী ওই ভূমিকম্পের মাত্রার ছিল ৫.৪।
সূত্র- এনডিটিভি।
Posted ০৫:৪১ | সোমবার, ১৪ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain