
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ভালো কাজ করলে মানুষ মনে রাখে। আমাদের সবাইকেই ভালো কাজে থাকতে হবে।
আজ ভোলা শহরের টাউন কমিটি মাধ্যমিক স্কুল (বাংলা স্কুল) মাঠে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফার জানাজার আগে এ কথা বলেন তিনি।
এ সময় গোলাম মোস্তফার রাজনীতি ও দলের জন্য ত্যাগের বিষয় তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করেন দলের এই বর্ষিয়ান নেতা।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার শেষ বিদায়ে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়। এছাড়া জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. অহিদুর রহমান।
Posted ১৪:৫৭ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain