নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ জুলাই ২০২৪ | প্রিন্ট
ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি ভারত সমর্থন করে বলেই দেশটি এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক হিসেবে কাজ করছে।
রোববার (৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কারণে শেখ হাসিনা সক্ষমতায় টিকে আছেন। তার প্রশ্রয় দেওয়ার কারণে বেনজীর-আজিজকাণ্ডের মতো আরও অনেক কাণ্ড ঘটেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, লুটপাট, কালো টাকা, জমি দখলের মানসিকতার দল আওয়ামী লীগ। লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহার। টাকা পাচার যেন আওয়ামী লীগের সংস্কৃতি। কারও জমি দখল করা যেন তাদের এক ধরনের রাজনতিক নীতি। লুটপাটের মানসিকতাসম্পন্ন রাজনীতিক কোনো দল থাকলে তা আওয়ামী লীগ।
Posted ০৯:২৫ | রবিবার, ০৭ জুলাই ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain