
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার সাবেক পৌর মেয়র, জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লা কচিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (০৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌর এলাকার বাগানবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হাফিজুর রহমান পৌর এলাকার মৌড়াইলের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার (ওসি) মো. আসলাম হোসাইন জানান, হাফিজুর রহমান মোল্লা কচিকে গ্রেফতার করে রাত দেড়টার দিকে থানায় হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
Posted ০৬:৪১ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain