শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন ভিসা। প্রোটিয়াদের হয়ে ২০১৬ সাল পর্যন্ত ২০টি কুড়ি ওভারের ম্যাচের পাশাপাশি ছয়টি ওয়ানডে খেলেছেন। ২০২১ সালে টি-টোয়েন্টি দিয়ে নামিবিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
অবসর নেওয়ার আগে নামিবিয়ার হার্সিতে ৩৪টি টি-টোয়েন্টি ও নয়টি একদিনের ম্যাচ খেলেছেন ভিসা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার দুটি জয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে নামিবিয়ার জয়ের নায়কও তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যেতে চান ভিসা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই অলরাউন্ডার বলেন, ‘এটাই আমার শেষ ম্যাচ ছিল। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও দুই বছর বাকি আছে। এখন আমার বয়স ৩৯ বছর। তাই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমার খুব বেশি সময় আছে বলে মনে হয় না। এখনও খেলতে পছন্দ করি। হয়ত আরও দুই বছরের মতো ক্রিকেট খেলব। মনে হচ্ছে এখনও মাঠে অবদান রাখতে পারব। তবে নামিবিয়ার হয়ে আমার ক্যারিয়ারের ইতি টানতে এর চেয়ে ভালো সময় আর হতে পারে না।
‘নামিবিয়ার হয়ে আমি ভালো সময় কাটিয়েছি। বিশ্বকাপে ইংল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ দিয়ে অবসর নেওয়া আমার কাছে সেরা সুযোগ বলে মনে হয়েছে।’