শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপি নিজেদের অপকর্মের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে: হানিফ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

বিএনপি নিজেদের অপকর্মের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নিজেদের অপকর্মের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী বাহিনী পুলিশ হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। এবার আর তাদের রক্ষা হবে না। মির্জা ফখরুলদের আর ছাড় দেয়া হবে না। যারা অশুভ কর্মকাণ্ড করেছে, গাড়িতে আগুন দিয়েছে এদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি এরই মধ্যে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। এদের চরিত্র কখনোই পাল্টায় না। শনিবারের সন্ত্রাসী কার্যক্রমের মধ্যদিয়ে তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে। আবারও প্রমাণ হয়েছে তারা উন্নয়ন চায় না, দেশ ধ্বংস করতে চায়। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বেও বহু আন্দোলন হয়েছে। ১৯৯০ সালে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, ১৯৯৬ সালে খালেদা জিয়া ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করেছেন আমরা আন্দোলন করে পতন ঘটিয়েছিলাম। এরপর ২০০৬ সালে আবার অসাংবিধানিক পন্থায় ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টার বিরুদ্ধে আন্দোলন করে তাদের অগণতান্ত্রিক পথ অনুসরণ প্রতিহত করেছিলাম। কোনো আন্দোলনেই পুলিশের ওপর আক্রমণ করা হয়নি।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে আমরা বারবার নির্যাতনের শিকার হয়েছি। ঢাকার রাজপথে আমাদের প্রয়াত নেতা সাহারা খাতুন, প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম, আজকের সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূরের মতো সিনিয়র নেতাদের পিটিয়ে রক্তাক্ত করেছিল। তবু আমরা পুলিশের ওপর আক্রমণ করিনি। অথচ ২০১৩ সালে পর থেকে বিএনপি-জামায়াতের প্রতিটি আন্দোলনে মূল টার্গেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০১৩ সালে গাইবান্ধায় পুলিশ ফাঁড়িতে আক্রমণ করে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। রাজশাহীতে পুলিশকে পিটিয়ে রাজপথে ফেলে রেখেছিল।

তিনি বলেন, বিএনপি যখনই আন্দোলনে নামে তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করে। তারা এ দেশকে ধ্বংস করতে চায়, দেশের প্রশাসনকে ধ্বংস করতে চায়। গতকাল আবার পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা এসব কর্মকাণ্ডের ধিক্কার জানাই। বিএনপির নেতৃত্বে যেভাবে গাড়ি জ্বালানো হয়েছে, প্রধান বিচারপতির বাসভবনের গেট ভেঙে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। এই নাশকতার দায় মির্জা ফখরুলদের বহন করতে হবে। কারো রেহাই হবে না। প্রত্যকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তাফ জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৩৭ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d