
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, এ দেশের নতুন প্রজন্ম সন্ত্রাস চায় না, শান্তি চায়। অপরদিকে বিএনপি-জামায়াত শান্তি চায় না। তারা চিহ্নিত করে মুক্তিযোদ্ধার সন্তান পুলিশকে হত্যা করেছে। জনগণের ওপর অত্যাচার-নিপীড়ন চালাচ্ছে। কারণ তারা এ দেশের মানুষকে শত্রু ভাবে।
বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রোববার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসন ভিত্তিক অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
যুবলীগের চেয়ারম্যান পরশ বলেন, বিরোধী নেতারা যারা নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনগণকে শাসন-শোষণ করে, ভয়-ভীতি দেখিয়ে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত।
তিনি বলেন, নৈরাজ্যকারী বিরোধী নেতারা আবারো ইঁদুরের গর্ত থেকে বের হয়ে গাড়িতে অগ্নিসংযোগ চালাচ্ছে। তাদের কৌশল পাকিস্তানি আমলের কৌশলের মতোই। পরাজিত শত্রুদের কৌশল এ রকম গোপনীয় কৌশলই হয়ে থাকে। বিশ্বের অন্যান্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের কোনো অমিল নেই। মানুষের সামনে আসার মানসিক শক্তি তাদের নেই।
যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ পরশ বলেন, আপনারা দেখেছেন বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা সন্ধ্যার পরে গাড়িতে অগ্নিসংযোগ করছে। যখন যুবলীগের নেতাকর্মীরা ঘরে ফিরছে তারপর থেকেই তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করছে। তাই আমরাও আমাদের কর্মসূচি ভিন্নতা আনতে চাই।
অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিকসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।
Posted ১৫:১৭ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain