নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ জুন ২০২৪ | প্রিন্ট
বিএনপির রাজনীতিতে আরেক ধাপ পদোন্নতি পেলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। শনিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবী নাজনীনের পদোন্নতির খবর জানান।
এতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।
বিএনপির ১০ নতুন উপদেষ্টা
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এই তালিকায় আরও রয়েছেন যুগ্ম মহাসচিব এ এইচ এম মাহবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, আসলাম চৌধুরী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বেবী নাজনীন, সহ-তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক খালিদ হোসেন চৌধুরী পাহিন।
Posted ১৬:৫৫ | শনিবার, ১৫ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain