
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের উন্নয়নে বিএনপি কখনোই ছিল না। তারা হলো শীতের পাখির মতো। শীতকালে সাইবেরিয়া ও হিমালয় থেকে কিছু পাখি বাংলাদেশে এসে ধান খেয়ে মোটাতাজা হয়ে আবার উড়ে চলে যায়। বিএনপিও তেমন সুযোগ-সুবিধা ভোগ করে পালিয়ে যায়।
আজ দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি হলো রাজনৈতিক মাঠে পুঁটি মাছের মতো। পুঁটি মাছ যেমন বৈশাখ মাসের অল্প বৃষ্টিতে লাফালাফি করে, বিএনপিও তেমনি সমাবেশে অল্প কিছু লোকজন দেখেই লাফালাফি করছে। ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।
এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয়, দিনাজপুর জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১৪:৫৩ | সোমবার, ২৮ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain