
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বিএনপি ও সমমনা দলের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিন নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিনজকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে তাদের পল্টন মডেল থানা পুলিশ আটক করে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, অবরোধের সমর্থনে বিএনপির কিছু সমর্থক পার্টি অফিসের সামনে এসে বিক্ষোভ করছিলেন। ধারণা করা হচ্ছে তারা নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হন। পরে সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
তবে আটকদের নাম-পরিচয় জানাননি তিনি। আটকের পর থানায় নিয়ে তিনজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি সালাহ উদ্দিন মিয়া।
Posted ০৬:৪৫ | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain