
| মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
বিএনপি তার যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের ভিত্তিতে এই রূপরেখা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মির্জা ফখরুল।
জ্যেষ্ঠ এ রাজনীতিক বলেন, নির্বাচনের পর আন্দোলনরত দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। এছাড়া দেশে সহিংসতা বন্ধ করার জন্য নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বর্তমান সরকারকে আহ্বানও জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুলের দাবি, ‘হামলা করছে ক্ষমতাসীনরা। অথচ মামলা দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের নামে। পুলিশ বিএনপির প্রতিপক্ষ নয়। কিন্তু সরকার পুলিশকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করছে।
আন্দোলন ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে বিশেষ কোনো আলোচনা করা হয়নি বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা।
Posted ০৮:২২ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain