নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমরকে (বীর উত্তম) আটক করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, রাজধানীর একটি এলাকা শাহজাহান ওমরকে আটক করেছে ডিবি।
ডিবির এক কর্মকর্তা বলেন, ২৮ অক্টোবর ঢাকায় প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলা, পুলিশ সদস্য হত্যা, অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেফতারে রাজধানীতে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা শাহজাহান ওমরকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শাহজাহান ওমর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের বিভিন্ন মামলার আসামি।
Posted ০৬:২৯ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain