নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট
চলতি বছরের নিজেদের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সেখানে দেখা গেছে বিশ্বকাপের পর ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেবে কিউইরা। ওই সময় বাংলাদেশ বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে তারা। এর মধ্যে সিরিজটির সূচিও প্রকাশ করেছে দেশটি।
আগামী ১৭ ডিসেম্বর ডুনেডিনে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ওয়ানডেতে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর। ভেন্যু যথাক্রমে নেলসন এবং নেপিয়ার।
ওয়ানডের পর শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ম্যাচ তিনটি হবে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটির ভেন্যু নেপিয়ার। পরের দুটি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।
শুধু বাংলাদেশ নয়, আগামী গ্রীষ্মে পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকেও আতিথ্য দেবে কিউইরা।
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ সিরিজের সূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
১ম ওয়ানডে | ১৭ ডিসেম্বর | ডুনেডিন |
২য় ওয়ানডে | ২০ ডিসেম্বর | নেলসন |
৩য় ওয়ানডে | ২৩ ডিসেম্বর | নেপিয়ার |
১ম টি-২০ | ২৭ ডিসেম্বর | নেপিয়ার |
২য় টি-২০ | ২৯ ডিসেম্বর | তাউরাঙ্গা |
৩য় টি-২০ | ৩১ ডিসেম্বর | তাউরাঙ্গা |
সূএ: ডেইলি-বাংলাদেশ ডটকম
Posted ০৭:১৯ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain