রবিবার ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ আর কোনদিন ভারতের সেবাদাসে পরিণত হবে না: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট

বাংলাদেশ আর কোনদিন ভারতের সেবাদাসে পরিণত হবে না: মামুনুল হক

বাংলাদেশ আর কোনদিন ভারতের সেবাদাসে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদ, আহতদের স্মরণ ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং পতিত স্বৈরশাসক ও তার সহযোগীসহ সব অপরাধীদের বিচারের দাবিতে জগন্নাথপুরের পৌর পয়েন্টে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। তাদের স্বার্থ হাসিল করার জন্য ১৮ কোটি মানুষের স্বার্থের কথা তারা চিন্তা করেনি। তাই বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিৎ জবাব দিয়েছে।

ভারতকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ আর কোনদিন ভারতের সেবাদাসে পরিণত হবে না। ভারতের কোনো দালাল সরকার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না।

হুঙ্কার দিয়ে তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, বন্ধুর মত থাকবে। তাই বলে আবারও যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাতে আসো তাহলে তাদের উচিৎ জবাব দেওয়া হবে।

মামুনুল হক বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিলেন। এই দেশের ১৮ কোটি মানুষকে নরেন্দ্র মোদির গোলাম বানাতে চেয়েছিলেন। সেই সাথে এই দেশের কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। বর্তমানেও শেখ হাসিনা ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে ভারত বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

পথসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ, আহতদের স্মরণ ও বিভিন্ন জেলার বন্যা দুর্গত মানুষদের জন্য দোয়া করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৩৭ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com