নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বহু আত্মত্যাগের পর নতুন স্বাধীন দেশ পেয়েছি, এটা ধরে রাখতে হবে।
আজ ‘অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস কেমন গেল’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এই কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে।
দুঃস্বপ্নের সময় পার করেছেন জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পলায়নের পরে দেশে যে পরিবর্তন হয়েছে, সেটা মনোজগতে ধারণ করতে হবে। রাজনৈতিক অর্থনৈতিক সামাজিকভাবে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চাই। তরুণদের প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে হবে। যারা এটা বুঝবে না আগামীর রাজনীতিতে তাদের জায়গা হবে না।
আমীর খসরু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে সমর্থন করে কিছু কাজ সম্পন্ন করতে হবে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে সরকারকে সমর্থন করতে হবে। শেখ হাসিনা যে মালিকানা কেড়ে নিয়েছে, জনগণের সেই মালিকানা ফিরিয়ে দিতে হবে।
Posted ০৮:৩৭ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain