
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই তিনি দেশে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনেছিলেন। আজ জাতি সেই সুফল ভোগ করছে।
আজ দুপুরে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আমির হোসেন আমু বলেন, পাঠাভ্যাস, খেলাধুলা, শারীরিক ব্যায়াম করলে আমাদের তরুমরা বিপদগামী হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে খেলাধুলাকে বিশেষ প্রাধান্য দিয়েছেন। এতে তরুণরা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে এবং দেশ-জাতির সেবায় নিয়োজিত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল , জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।
Posted ১১:১০ | সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain