নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
বিএনপির টানা ৩ দিনের অবরোধ কর্মসূচি চলছে সারাদেশে। অবরোধের প্রথম দিন মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী যুবদল।
সকালে বনানী বাসস্ট্যান্ড থেকে মহাখালী আমতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা।
যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে মিছিলে সংগঠনের সহ-সভাপতি রুহুল আমিন আকিল, সদস্য মিজানুর রহমান রাজসহ আরও অনেকে অংশ নেন।
সকালে মহাখালী, সাইনবোর্ড এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল বের করেন।
এর আগে সকালে অবরোধের সমর্থনে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-অর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মন্টু মেম্বার সভাপতি নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল, সালাউদ্দিন সালু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জুবায়ের রহমান জিকু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।
Posted ০৮:৪৩ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain