নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারের পর বাহারকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব-৭। তবে তাকে কোথায় থেকে গ্রেফতার করা হয়েছে বা কোন মামলায় গ্রেফতার দেখানো হবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি র্যাব ও পুলিশ।
ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ ফরিদ বাহারকে ফেনী মডেল থানা হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গ্রেফতারের নিন্দা জানিয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, পুলিশ প্রশাসন ২০১৮ সালের মতো একটি নির্বাচনের দিবা স্বপ্ন দেখছে। পুলিশ এত নির্লজ্জ ও নিম্নপর্যায়ে নেমে গেছে এবিষয়ে কিছু বলার নেই। তারা দলের সক্রিয় ও শীর্ষ নেতাদের টার্গেট করে জেলে বন্দী করার মিশনে নেমেছে। ফেনীর পুলিশ প্রশাসন মনে হচ্ছে পাইকারি দরে বিক্রি হয়ে গেছে। তবে এসব করে ফেনী নয়, সারাদেশেও আন্দোলনের গতিপথ আটকানো যাবে না।
Posted ০৬:৪৩ | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain