
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছে ভারত। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স দেখাচ্ছে রোহিত শর্মার দল। ব্যাটিং-শক্তিতে থাকা ভারত বোলিংও এবার রীতিমতো বিধ্বংসী। অনেকে বলতে শুরু করেছেন এই ভারতকে ঠেকাবে কে?
অবশ্য প্রথম সেমিফাইনালের আগে সাবেক কিউই তারকা রস টেলর জানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে নার্ভাস হতে পারে ভারত। এক্ষেত্রে তিনি উদাহরণ টেনেছেন ২০১৯ সালের। সেবার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল দুইবারের চ্যাম্পিয়নরা।
Posted ০৮:১০ | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain