নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
স্বাধীনদেশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন। বেলজিয়াম সফরের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আজ (সোমবার) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। গত ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগদান করেন প্রধানমন্ত্রী। ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান। ২৭ অক্টোবর দেশে ফেরেন তিনি।
২৬ অক্টোবর সকালে, তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সাথে এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সাথে দুটি পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।
Posted ০৭:২৮ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain