
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ই-পাসপোর্ট যুগে প্রবেশ করেছি। আমরা ১ কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট করেছি। আমাদের সারা পৃথিবীতে সাড়ে ৩ কোটি এমআরপি পাসপোর্ট রয়েছে।
আজ নাটোর শহরের বড় হরিশপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন আসাদুজ্জামান খান কামাল ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আমরাই প্রথম ই-পাসপোর্ট শুরু করি। আমরা দ্রুত প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। প্রধানমন্ত্রী বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিয়েছেন। দেশে শুধু নয় বিদেশে গেলেও প্রধানমন্ত্রীর প্রশংসা শুনতে হয়।
আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, আমরা সামনে ই-পাসপোর্টকে আরো সম্প্রসারিত করবো। আগে দিনে ২০০০-৩০০০ পাসপোর্ট হতো। এখন দিনে ২৫ হাজার ই-পাসপোর্ট বের হয়। দেশে আমরা প্রতি সপ্তাহে যে পরিমাণ পাসপোর্ট বিতরণ করি। বিশ্বের অনেক দেশে জনসংখ্যাও তত নেই। প্রধানমন্ত্রীর কারণেই এটা সম্ভব হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রমুখ।
Posted ১৫:২৭ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain