শুক্রবার ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাশের দেশের নেতাদের বক্তব্য শুনলেই বুঝবেন কীভাবে ষড়যন্ত্র হচ্ছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট

পাশের দেশের নেতাদের বক্তব্য শুনলেই বুঝবেন কীভাবে ষড়যন্ত্র হচ্ছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা পাশের দেশের বড় বড় নেতার বক্তব্য শুনলেই বুঝতে পারবেন কীভাবে ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকবিলায় এগিয়ে আসতে হবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পরাজিত শক্তির লোকেরা বসে নেই। তারা দেশে-বিদেশে নানান চক্রান্ত করছে। প্রশাসনের সব সেক্টরে এখনো তাদের লোক বসে আছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো তাদের ব্যাপারে ব্যবস্থা নেন।’

বিএনপির ত্রাণ সহায়তা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১৪ দিন ধরে বন্যাদুর্গতদের মধ্যে আমরা ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত প্রায় ১৪ কোটি টাকার অধিক মূল্যের ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি।’

ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক বলেন, ‘বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী, গৃহবধূ, রিকশাচালক, শ্রমজীবী মানুষ, প্রবাসী ভাই ও বোনেরাসহ অসংখ্য মানুষ আমাদের ত্রাণ তহবিলে সহায়তা করেছেন। আমরা আগামী কিছুদিনের মধ্যে তাদের (বন্যাদুর্গতদের) পুনর্বাসনে সহায়তা করবো। তাদের বাড়িঘর নির্মাণ, কৃষিকাজ, বীজ সরবরাহসহ বিভিন্নভাবে দলের পক্ষ থেকে সাধ্যমতো সহায়তা করা হবে।’

তিনি বলেন, ‘বন্যাকবলিত এলাকায় রোগবালাই ছড়িয়ে পড়ছে। সেখানে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশনসহ আমাদের চিকিৎসকরা।’

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, যুবদল নেতা রেজাউর করিম পল, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবির প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৪৯ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com