
| বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ | প্রিন্ট
স্পোর্টস ডেস্ক : ২০১৪ বিশ্বকাপের ফাইনালের কথা মনে পড়ে? ইনজুরির কারণে খেলতে পারেননি আনহেল ডি মারিয়া। সেদিন কেঁদেছিলেন তিনি। মারাকানায় কেঁদেছিল আর্জেন্টিনাও। ৭ বছর পর সেই ডি মারিয়ার গোলেই ২৮ বছর পর কোপা আমেরিকা জেতে আলবিসেলেস্তেরা। ডি মারিয়া অবদান রাখলেন মর্যাদার ‘লা ফিনালিসিমা’ দ্বৈরথ জয়েও। ট্রফিটা জিতে তিনি এতটাই খুশি হয়েছেন যে ম্যাচের পর সংবাদমাধ্যম ইএসপিএনকে বলছিলেন, ‘আমি খুবই… খুবই খুশি। আরেকটি আন্তর্জাতিক কাপ, আরেকটি মেডেল। আমাদের সবার জন্য চমৎকার এক অর্জন। ট্রফিটা আমি উৎসর্গ করতে চাই আমাদের পরিবারকে, যারা সবসময় পেছনে থেকে সাহস দিয়ে গেছে।’ ২০০৮ সালে জাতীয় দলে অভিষেক ডি মারিয়ার। এখন পর্যন্ত ১২২ ম্যাচে করেছেন ২৫ গোল।
চলতি বছর চার ম্যাচে করেছেন তিন গোল। ডি মারিয়া মনে করেন, বর্তমান দলে অনেকটা নির্ভার হয়ে খেলতে পারছেন তিনি। আগের মতো চাপ বোধ করেন না। এ জন্য খেলাটা তার কাছে সহজ আর উপভোগ্য মনে হয়। ডি মারিয়া বলেন, ‘আমরা কোপা আমেরিকা জয়ের পর থেকে সবকিছু বদলে গেছে। আমার ওপর থেকে ভার নেমে গেছে। আমি নিজের খেলা উপভোগ করছি। সবকিছু সহজ মনে হচ্ছে।’ ডি মারিয়ার লক্ষ্য এখন বিশ্বকাপ। ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, কাতারে খেলেই জাতীয় দলকে বিদায় জানাবেন। শেষটা রাঙিয়েই বিদায় বলতে চান এই প্লেমেকার। তিনি বলেন, ‘সবমিলিয়ে আমরা রোমাঞ্চিত। তবে পা মাটিতেই রাখতে হবে।’ ইতিমধ্যে ক্লাব পিএসজিকে বিদায় বলেছেন তিনি। ডি মারিয়ার নতুন গন্তব্য হতে পারে জুভেন্টাস।
Posted ১০:১৬ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin