
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ | প্রিন্ট
ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর গাবতলী এলাকায় জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর গিয়ে শেষ হবে বিএনপির এই পদযাত্রা কর্মসূচি।
দুপুর ২টায় বিএনপির এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টা থেকেই নেতাকর্মীরা গাবতলী এলাকায় এসে জড়ো হতে থাকে।
গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই পদযাত্রা কর্মসূচি আয়োজন করা হয়।
প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
পদযাত্রা কর্মসূচির সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করবেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
এর আগে গত শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডা থেকে রামপুরা হয়ে মালিবাগ হোটেল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
এরপর গতকাল সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থেকে এই পদযাত্রা শুরু হয়ে শ্যামপুর পর্যন্ত কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
আগামী ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। প্রতিটি পদযাত্রা বেলা ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।
Posted ০৮:০৫ | মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain