
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ক্ষমতা থেকে পদত্যাগ করাই সরকারের একমাত্র বাঁচার পথ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেছেন, ‘সরকারের এই মুহূর্তে বাঁচার একটি পথ রয়েছে, তা হলো ক্ষমতা থেকে পদত্যাগ। না হলে আন্দোলন সংগ্রামে দেশের যত ক্ষতি হবে তার দায় সরকারকেই নিতে হবে। এছাড়া সরকারের বাঁচার জন্য আর কোনো ভালো পথ আমরা দেখতে পাচ্ছি না।’
শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে ‘দেশনায়ক তারেক রহমান এর ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ।
অনুষ্ঠানে তারেক রহমানকে নিয়ে কথা বলতে গিয়ে দুদু বলেন, তারেক রহমান মাঠ পর্যায় থেকে রাজনীতি করে এ পর্যায়ে এসেছেন। তার বাবা জিয়াউর রহমান যুদ্ধ করেছেন এবং দেশ স্বাধীন করে দেশকে নতুন করে গঠন করেছেন। দেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন আর সেই মহাবীরের ছেলে হলো তারেক রহমান। তিনি হাজার হাজার মাইল দূর থেকে একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়ে দেশের সাধারণ মানুষের মনিকোঠায় পৌঁছে গেছেন। যার নাম শুনে আওয়ামী লীগ নেতাদের মাঝরাতে ঘুম ভেঙে যায়।
সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস।
অধ্যাপক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে জিয়া পরিষদের অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, ড. মো. এমতাজ হোসেন, আব্দুল্লাহিল মাসুদ, সাইফুর রহমান মিহির, অধ্যাপক ড. কামরুল আহসান প্রমুখ বক্তব্য দেন।
Posted ১৫:৫১ | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain