নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
পটুয়াখালী সরকারি কলেজে বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে প্রথম ও দ্বিতীয় গেটে তালা দিয়েছেন কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) ভোর ৬টা দিকে অবরোধের সমর্থন জানিয়ে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে দুই গেটে ছাত্রদল লেখা তালা ঝুলিয়ে ব্যানার টানিয়ে চলে যান।
জানা যায়, পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন এবং মেহেদী হাসান রাকিবের নেতৃত্বে বুধবার ফজরের নামাজের পরে ৪-৫ জন ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের পেছনের গেটে ও প্রধান ফটকের গেটে ব্যানার টানিয়ে তালা ঝুলিয়ে দ্রুত চলে যান।
পটুয়াখালী সরকারি কলেজ শাখার আহ্বায়ক বেলাল হোসেন বলেন, অবরোধের সমর্থনে পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতারকর্মীরা আজ কলেজের প্রথম গেট ও দ্বিতীয় গেট তালাবদ্ধ করে দেয়। এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
Posted ০৬:৩৯ | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain