
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ জুলাই ২০২৩ | প্রিন্ট
নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচন আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সভা শেষে এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি গণমাধ্যমে বলেন, নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনের তফসিল দিয়েছে কমিশন। তফসিল অনুযায়ী- এ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট এবং ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।
এ আসনের উপনির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নেত্রকোণা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মমিন ১১ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Posted ০৮:৫১ | রবিবার, ১৬ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain