নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ এক দফা দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দিয়েছিল নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। কিন্তু নেতাকর্মীর সংখ্যা কম হওয়ায় মগবাজার মোড়ে গিয়ে পদযাত্রাটি শেষ হয়। তবে, আগামী ২৫ জুলাই সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় এনে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ৪ টায় পল্টনের জামান টাওয়ারের দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করে গণঅধিকার পরিষদ। এরপর বিজয় নগর পানির ট্যাংকির সামনে এসে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান বক্তব্য রাখেন। এরপর আবার পদযাত্রা শুরু হয়। পল্টন মোড় হয়ে কাকরাইল, শান্তিনগর, মৌচাক ঘুরে মগবাজার মোড়ে গিয়ে পদযাত্রাটি শেষ হয়।
মগবাজার মোড়ে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, নিরস্ত্র ও শান্তিপূর্ণভাবে আমাদের পল্টনের কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে মগবাজার মোড়ে এসে দাঁড়িয়েছি। এখানে আমাদের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীর সংখ্যার চেয়ে পুলিশের সংখ্যা বেশি। কাজেই এখন তো পুলিশের শক্তি বেশি। এখানে জনগণের শক্তি বেশি নেই। সুতরাং পুলিশ যখন আপনাদের পাশে দাঁড়াবে, তখন দেখবেন পুলিশের চেয়ে জনগণ বেশি।
তিনি বলেন, আজকে যেহেতু আমাদের অফিসিয়াল সময়ও শেষ এবং আমরা যেহেতু সংখ্যায় কম, তাই আগামী ২৫ জুলাই এর চেয়ে কয়েকগুণ সংখ্যায় সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় এনে অনিবন্ধিত সব দলকে একত্রিত করে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করতে যাবো।
নুর আরও বলেন, আমরা কোনো অশান্তি চাই না। শান্তিপূর্ণভাবে এই সরকারের পদত্যাগ চাই। গত দুটি নির্বাচনে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। এখন আবার নির্বাচন-নির্বাচন খেলা শুরু করেছে। আমরা কোনো পাতানো নির্বাচনী খেলায় অংশ নেবো না।
সরকারের গোয়েন্দা সংস্থার লোকজন গণঅধিকার পরিষদ ভাঙার ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন নুর।
যারা রাজপথে সক্রিয় দল সরকার তাদেরকে নিবন্ধন দেয়নি বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, যেসব দলের সাংগঠনিক সক্ষমতা আছে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। সরকারের দালালদের নিবন্ধন দেওয়া হয়েছে। আমরা এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।
Posted ১৭:১০ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain