নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভোট দেওয়া জনগণের অধিকার। আর নির্বাচনে আসা না আসা রাজনৈতিক দলেগুলোর নিজস্ব বিষয়। কোনো দল নির্বাচনে না এসে জনগণকে ভয় দেখিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করবে, এমন অধিকার কারো নেই।
আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলার জনগণ সব চাপকে মোকাবিলা করবে। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী ভোটের আয়োজন করে। আর সাধারণ জনগণ ভোটে অংশগ্রহণ করে।
নাছিম আরো বলেন, নির্বাচন নিয়ে সারাদেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তৃতীয় দিনের মতো মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। এতেই প্রমাণ হয়, দেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। আশা করি, এমন উৎসবমুখর পরিবেশেই আগামী নির্বাচন হবে।
Posted ০৬:৩২ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain