বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নির্বাচনে না এসে বিএনপির গতি নেই : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

নির্বাচনে না এসে বিএনপির গতি নেই : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, দেশে সঠিক সময়েই নির্বাচন হবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি। এক সেকেন্ড আগে না, এক সেকেন্ড পরেও না। সবাই নির্বাচনে আসবে। যদি কেউ না আসে, সেটা তার সিদ্ধান্ত। তবে নির্বাচনে না এসে বিএনপির গতি নেই।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন শামীম ওসমান। এরপর কুতুবপুর ও লাকিবাজার এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমি শুধু একটা দোয়া করি, আল্লাহ যেন দেশের ওপর রহমত রাখেন, বরকত রাখেন, হেফাজত রাখেন। আমরা যাতে সবাই ভালো থাকি, সুখে থাকি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি।

তিনি বলেন, মানুষকে খুশি করতেই আমরা রাজনীতি করি। এই এলাকাটা এক সময় আলোর নিচে অন্ধকার ছিল। এখন এখানে স্কুল হয়েছে, রাস্তা হয়েছে। আল্লাহ যদি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানান আর আমি যদি নির্বাচনে দাঁড়াই ও বেঁচে থাকি, তাহলে ছোটখাটো কাজের জন্য আমাকে বলা লাগবে না। কয়েক বছর বেঁচে থাকতে পারলে নারায়ণগঞ্জের মানুষের আর ঢাকায় যাওয়া লাগবে না। মানুষ গর্ব করে বলবে, নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, যেটি একেএম শামসুজ্জোহা সড়ক নামে পরিচিত, সেটি দেখতে হাজার হাজার মানুষ আসবে।

নির্বাচনী প্রচারণা শুরুর বিষয়ে শামীম ওসমান বলেন, সবাইকে জানিয়েই প্রচারণা শুরু করব। মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু হবে।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৯ | শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d bloggers like this: