
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ | প্রিন্ট
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এই সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি যতদিন রাজপথে আছে, ততদিন পর্যন্ত এই সরকারের অধীনে নির্বাচন হবে না। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই। তবে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর যুবদলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শহীদ জিয়ার হাতে গড়া বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আজ বছরের পর বছর গণতন্ত্রের জন্য লড়াই করছে। তারা রাজপথে পাহারায় আছে।
তিনি আরও বলেন, আমরা মার খেতে খেতে আপনাদের শক্তি ক্ষয় করছি। আপনাদের শক্তি যেদিন শেষ হয়ে যাবে, সেদিন এদেশের জনগণ রুখে দাঁড়াবে এবং তার সমুচিত জবাব দেবে। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়।
সভায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, বিএনপি নেতা মনিরুজ্জামান মিন্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু। সভা সঞ্চালনা করেন নাজমুল হুদা চৌধুরী সাগর।
Posted ১৬:০৯ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain