নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
নাশকতার মামলায় যাত্রাবাড়ী থানার শ্রমিক দলের সভাপতিসহ বিএনপির চারজন নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। শনিবার রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে নাশকতার দায়ে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ৬২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. আলী আকবর (৪৪), শ্রমিক দলের সদস্য সচিব মো. জিয়াউল হাসান খান (৪০), ৪৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো. শুক্কুর আলী (৫২) ও ৬৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আবু বক্করকে (৫৭) গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এছাড়া, তারা যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা ও দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতায় সরাসরি জড়িত ছিল বলে জানা গেছে। গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Posted ০৭:৫০ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain