
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
স্বাধীনদেশ : নাশকতার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামি করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাপ্পি সরদার বাদী হয়ে রিজভীসহ ২৭ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
Posted ১৫:০৫ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain