
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
দ্বিতীয় দফায় দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। দ্বিতীয় দিনে অবরোধের সমর্থনে সোমবার (০৬ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির শংকরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নেতারা এ সময় সড়ক অবরোধের চেষ্টা করেন।
এতে অংশ নেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সহসভাপতি রফিকুল ইসলাম, সরদার মো. নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, জেড আই কামাল, সহ-সাধারণ সম্পাদক মকশেদুর রহমান আবির, সহসাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান আসাদ, ফয়সাল হাসমী দীপু, মোহাম্মদ টিটু, ফয়সাল আহমেদ পলাশ প্রমুখ।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে গত রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ করছে বিএনপি। আজ সোমবার শেষ দিন।
Posted ০৫:৩৩ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain