শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের সড়ক-রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের সড়ক-রেলপথ অবরোধ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান বলেছেন, সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে এখন হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। তারা জনতার ওপর দমন-পীড়ন চালিয়ে একতরফা নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত রাখতে চায়। কিন্তু বীরজনতা সরকারের ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে নেমে এসেছে।

তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায়, ‘পরিণতি শুভ হবে না’ বলে হুমকি দেন।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর মিরপুরে ৪৮ ঘণ্টার টানা অবরোধের সমর্থনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মিরপুর অঞ্চলে আয়োজিত বিক্ষোভ-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিক্ষোভ মিছিলটি মিরপুর- ২ শিক্ষা অধিদপ্তরের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা হাউজিংয়ের সামনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ আবু নকীব, অ্যাডভোকেট আব্দুল হামিদ, হাবিবুল্লাহ রুমী, আব্দুর রকীব ও রিমন তমাল, ছাত্রনেতা আসাদুজ্জামান ও তানভীর।

মাহফুজুর রহমান বলেন, নৈশভোটের সরকারের অগণতান্ত্রিক ও নৈরাজ্যবাদী মানসিকতার কারণে দেশ এখন আন্তর্জাতিকভাবে বন্ধুহীন।

 

‘বিশ্বসংস্থাগুলোও আমাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। ফলে নন্দিত জাতি এখন অনিশ্চিত গন্তব্যে। সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে বৈদেশিক বাণিজ্যে ভাটার পড়েছে। রেমিট্যান্স প্রবাহে শুরু হয়েছে মন্দাভাব। বৈদেশিক রিজার্ভ প্রান্তিক পর্যায়ে নেমে এসেছে। দেশে চলছে তীব্র ডলার সংকট।’

এমতাবস্থায় দেশ ও জাতিকে এ ক্রান্তিকাল থেকে উদ্ধার করতে হলে অগণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি সরকারকে জুলুম-নির্যাতন ও বিরাজনীতিকরণের পথ পরিহার করে অবিলম্বে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

মিরপুর- ১৩ তে রাজপথ অবরোধ

কাফরুল অঞ্চলের উদ্যোগে মিরপুর ১৩ নম্বর এলাকায় রাজপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতের কর্মীরা। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও   ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দীন মানিক। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমির টুটুল, অঞ্চল টিম সদস্য আলাউদ্দিন মোল্লা, আব্দুল মতিন খান, অধ্যাপক আনোয়ারুল করিম, রেজাউল করিম, আহসান হাবীব, আতিক হাসান, আশিক, আলী হাসান, মেহেদি, রেজাউল, নূরুল আমীন, আনিস, জাকির ও পরশ প্রমুখ।

তেজগাঁওয়ে রেলপথ অবরোধ

হাতিরঝিল-তেজগাঁও অঞ্চলের উদ্যোগে এদিন সকাল ৭টায় তেজগাঁও রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতের কর্মীরা।

ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিসে শুরা সদস্য এম জে রহমান, নোমান আহমেদি, এম আব্দুল্লাহ, আলাউদ্দিন ও সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পল্লবীতে সড়ক অবরোধ

পল্লবী অঞ্চলের উদ্যোগে মিরপুর ১২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতের কর্মীরা। ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধে উপস্থিত ছিলেন পল্লবী উত্তর থানার আমির সাইফুল কাদের, রূপনগর থানার আমির আবু হানিফ, পল্লবী মধ্য থানার সেক্রেটারি জেনারেল জোবায়ের হোসাইন রাজন, রূপনগর থানার সেক্রেটারি জেনারেল মোশাররফ হোসেন, যুবনেতা হাসানুল বান্না চপল, ছাত্রনেতা মো. তাইয়ান ও আব্দুল কাদের।

উত্তরায় সড়ক অবরোধ

দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজপথে অবস্থান নেয় জামায়াতের উত্তরা অঞ্চল। কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য আবু ফারহানের নেতৃত্বে উপস্থিত ছিলেন উত্তরা ও তুরাগের আমির, নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

দক্ষিণখানে অবরোধের সমর্থনে মিছিল

এদিন সকালে রাজধানীর দক্ষিণখান-বিমানবন্দর সড়কে মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

কর্মসূচির নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও ঢাকা  মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য, উত্তরা-পূর্ব জোনের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা-পূর্ব জোনের সদস্য আবু মুসআব, দক্ষিণখান থানার আমির এম এইচ রহমান, বিমানবন্দর থানার আমির এম এ হক মোল্লা, থানা সেক্রেটারি জেনারেল আবু মাহাদীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

রাজধানীর মালিবাগে অবরোধ

বাড্ডা উত্তর থানার আমির মাওলানা কুতুবউদ্দিন ও বাড্ডা পশ্চিম থানার আমির আব্দুস সবুর ফরহাদের নেতৃত্বে বাড্ডা এলাকায় এবং রামপুরা দক্ষিণ থানার সেক্রেটারি জেনারেল মাওলানা তারিকুল ইসলামের নেতৃত্বে মালিবাগ এলাকায় সড়ক অবরোধ করেন জামায়াতের নেতাকর্মীরা।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:৪৫ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d