নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ জুন ২০২৪ | প্রিন্ট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে সর্বগ্রাসী সংকট চলছে। একদিকে রাজনৈতিক সংকট আরেকদিকে অর্থনৈতিক সংকট।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘শিগগিরই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে। বর্তমান সরকার জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে। জনগণ আর সরকারকে দেখতে চায় না।
হটকারিতা বাদ দিয়ে আলোচনার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।
তিনি বলেন, ‘গণতন্ত্রের লেবাসে রাজনীতির কাঠামো শেষ করে একদলীয় শাসন তৈরি করেছে সরকার। এ অবস্থার পরিবর্তনের জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।’
Posted ০৯:১১ | বুধবার, ১২ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain