
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
আজ বঙ্গবন্ধু এভিনিউতে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
ফারুক খান বলেন, যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জিডিপি সিঙ্গাপুর, মালয়েশিয়ার ওপরে। যখন বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত বাংলাদেশকে পেছনের দিকে নেয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, বিশ্বব্যাংক, আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- তারা সবাই ভবিষ্যৎ বাণী করেছে, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে যদি এভাবে এগিয়ে যায় তাহলে ২০৩০ সালের মধ্যে এটি বিশ্বের ২৭তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। আর এটা সম্ভব শুধুমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য তারানা হালিম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
Posted ১৫:৪৮ | শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain