নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনায় প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সকল উপজেলা ইউনিটের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তষ্টি অর্জন’ ভিশন নিয়ে ইউনিট প্রতিনিধি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা আয়োজিত ইউনিট সম্মেলনে জেলা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম ভূইয়া। বক্তব্য রাখেন- ডক্টর মুফতি আবু ইউসুফ খান, আল হেলাল তালুকদার, মাওলানা আবুল হাসিম, জহিরুল ইসলাম প্রমুখ।
এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মীর সমাগম ঘটে কালেক্টরেট প্রাঙ্গণে।
বক্তারা ফ্যাসিস্ট সরকারের পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে পাখির মতো হত্যার বিচার দাবি করেন। সেইসাথে রাষ্ট্রকে সংস্কার করে সকল অনিয়ম-দুর্নীতি মুক্ত করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
Posted ১০:০৩ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain