
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩ | প্রিন্ট
আগামীকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ তিন বিভাগে সমাবেশ কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট।
আজ (০৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
এহসান হুদা বলেন, শনিবার ৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন রাস্তায় ১২ দলীয় জোটের উদ্যোগে আওয়ামী সন্ত্রাস সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এবং বিদ্যুৎ গ্যাস ও জ্বালানিসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ওই বিভাগীয় সমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, ঢাকাসহ একই সাথে সিলেট এবং রংপুর বিভাগেও সমাবেশ করবে ১২ দলীয় জোট।
Posted ০৯:৫৩ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain