
| বুধবার, ০১ জুন ২০২২ | প্রিন্ট
তরুণরা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তরুণদের ক্ষমতায়িত করতে হবে। একই সঙ্গে তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সল্যুশন’র উদ্বোধন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে তরুণদের তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান চর্চার সুযোগ করে দিতে হবে। তরুণরা শুধু নিজেদের কাজ কিংবা চাকুরির জন্য তৈরি হবে তা নয়। তারা উদ্যোক্তা হয়ে আরো বহু মানুষের চাকরির ব্যবস্থা করবে। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই পরিবেশ তৈরি করে দিয়েছেন।
তিনি আরো বলেন, আমরা এতদিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোরবিশ্ব র্যাংকিংয়ের ব্যাপারে নজর দেইনি। কিন্তু খন নজর দিলাম তখন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিংয়ে অনেক দূর এগিয়েছে। এখন আমাদের অনেক বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিংয়ে উন্নতি করবে।
ডা. দীপু মনি বলেন, আমাদের নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে, যা আগামী বছর থেকে চালু করা হবে। নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম চালু করা একটি চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের সাহসী পদক্ষেপ নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুজ্জামান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফারজানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো.আশরাফ উদ্দিন।
Posted ১৬:২৭ | বুধবার, ০১ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain