
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
নির্বাচন কমিশনের ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ। বুধবার (১৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তফসিল প্রত্যাখ্যানের তথ্য জানায় সংগঠনটি।
প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ও তফসিল ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন নাগরিকসহ বাংলাদেশের উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সংস্থাসমূহ রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার মাধ্যমে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিলেও কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা ছাড়াই সরকারের পরামর্শে নির্বাচন কমিশন প্রহসনের তফসিল ঘোষণা করেছে।
তারা বলেন, আমরা মনে করি দেশের চলমান সংকটের মধ্যে রাজনৈতিক সমঝোতা ছাড়া ঘোষিত এ তফশিল দেশকে আরও গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ফেলবে, যার দায় সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে। আমরা সরকারের অনুগত মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে জনগণকে তাদের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা তথা দেশের অস্তিত্ব রক্ষায় গণআন্দোলন গড়ে তুলে এই প্রহসনের তফশিল ও দলকানা নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান ও প্রতিহত করার আহ্বান জানাই।
নেতৃদ্বয় আরও বলেন, বিরোধীদলসমূহের শীর্ষ নেতৃবৃন্দকে জেলে বন্দী ও রাজনীতির মাঠ অসমতল রেখে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা নির্বাচন কমিশনের তামাশা ছাড়া আর কিছু নয়। আগামীতে আবারও দলীয় সরকারের অধীনে ১৪ ও ১৮ মার্কা একতরফা নির্বাচনের ছক তৈরি করা হয়েছে। তার ধারাবাহিকতা ধরে রাখতেই এই প্রহসনের তফসিল। জনগণকে তার ভোটের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাজপথে নেমে সর্বাত্মক লড়াই ও সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই ফ্যাসিবাদী ব্যবস্থা উৎখাতে দেশের জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।
Posted ১৬:০৯ | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain