নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
নৈরাজ্য ও বিপর্যয়কর রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের ক্ষমতা ধরে রাখার নীল নকশার আয়োজনে এই সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
আজ মঙ্গলবার জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
জেএসডি সভাপতি বলেন, নির্বাচনের পূর্বে প্রচণ্ড শক্তি প্রয়োগে বিরোধী দলকে রাজনৈতিক মাঠ থেকে বিতাড়িত করা, বেশুমার আটক-গ্রেফতার ও নিপীড়ন করে নীল নকশার অংশ হিসেবে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা হবে সংঘাত এবং রক্তপাতকে উস্কানি দেওয়া। এর পরিণতি হবে ভয়াবহ। যা রাষ্ট্রকে বিপজ্জনক হুমকির দিকে নিয়ে যাবে। তফসিল ঘোষণার পর সংঘাত-সংঘর্ষ ও রক্তপাতের সকল দায়-দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে বহন করতে হবে। এই আত্মঘাতী খেলা থেকে সকল পক্ষকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
Posted ১৬:২৩ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain