নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ জামাল উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের মাধ্যমে মাফিয়া সরকার দেশে আবারও একতরফা নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার দিবাস্বপ্ন দেখছে। কিন্তু ষড়যন্ত্র মোকাবিলায় স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে জনগণ। সরকারের পতন না হওয়া পর্যন্ত জনতার এ অবরোধ অব্যাহত থাকবে।
রোববার (১২ নভেম্বর) রাজধানীতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক পথ সভায় এসব কথা বলেন তিনি। পথ সভায় উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব জোনের সদস্য আবু মুসআব, মহানগরীর মজলিসে শূরা সদস্য এম এ হক মোল্লা, এ এইচ শাহনেওয়াজসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
পল্লবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তরের পল্লবী শাখার নেতাকর্মীরা মিরপুর ১১, বাংলা স্কুলের পাশে অবস্থান নেয়। ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিনের নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য সাইফুল কাদের, আবু হানিফ, জামায়াত নেতা জোবায়ের হোসাইন রাজন, মোশাররফ হোসেন, যুব নেতা মো. হাসানুল বান্না চপল, ছাত্র নেতা মো. তাইয়ান ও আব্দুল কাদের প্রমুখ।
উত্তরায় বিক্ষোভ মিছিল
দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরা শাখা বিক্ষোভ মিছিল করে। এতে নেতৃত্ব দেন উত্তরা পশ্চিমের থানা আমির আবু হাসনাঈন। এতে উপস্থিত ছিলেন উত্তরা ও তুরাগের আমির, নায়েবে আমির ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
হাতিরঝিলে জামায়াতের মিছিল, পিকেটিং
সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য এম জে রহমানের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগরী শূরা সদস্য আবু আব্দুল্লাহ, সাবেক ছাত্র নেতা কলিম উল্লাহ ও ছাত্র নেতা রায়হান প্রমুখ।
রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ
মহানগর মজলিসে শূরা সদস্য মাওলানা কুতুব উদ্দীন ও আব্দুস সবুর ফরহাদের নেতৃত্বে বাড্ডা এলাকায় প্রথম দিন শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এতে আরও উপস্থিত ছিলেন বাড্ডা-রামপুরা থানা আমির ও সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও সেক্রেটারিসহ আরও অনেকে।
মোহাম্মদপুরে অবরোধের সমর্থনে মিছিল
জামায়াতে ইসলামী মোহাম্মদপুর শাখা আজ সকালে অবৈধ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে অবরোধের সমর্থনে মিছিল বের করে। ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য মশিউর রহমানের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আনিসুর রহমান, আব্দুল হাদী, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ কামরুল হোসেন, মাওলা সিরাজুল ইসলাম, সালাহ উদ্দিন, ইত্তিজা হাসান প্রমুখ।
Posted ০৮:৩৪ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain