
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। আগামী রোববার ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) এ কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় তফসিলের প্রতিবাদে মিছিল শেষে কর্মসূচি ঘোষণা করেন নুরুল হক নুর।
তিনি বলেন, অবৈধ তফসিল ঘোষণায় সারাদেশে প্রতিবাদ শুরু হয়ে গেছে। এই সরকারকে কোনোভাবেই আরেকটি পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না। তারই প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করা হবে।
এসময় গণঅধিকার পরিষদ দল-মত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে ৪৮ ঘণ্টা হরতাল পালনের আহ্বান জানান।
Posted ০৯:০৪ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain