শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘তত্ত্বাবধায়ক সরকার’ জনগণের বক্তব্য নয়: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

‘তত্ত্বাবধায়ক সরকার’ জনগণের বক্তব্য নয়: স্থানীয় সরকার মন্ত্রী

সরকার পতন, তত্ত্বাবধায়ক সরকার- এসব বিএনপির বক্তব্য। এটি জাতীয় কোনো বক্তব্য নয়। এগুলো জনগণেরও বক্তব্য নয়। সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হচ্ছে। সংবিধানের ধারাবাহিকতা অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সরকার যথা সময়ে গঠিত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

 

আজ দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, টানা ১৫ বছর ক্ষমতায় থেকে দেশের ব্যাপক উন্নয়ন করেছে আওয়ামী লীগ। দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। এ ১৫ বছরে খাদ্য ঘাটতি হয়নি। সারের সংকট হয়নি। যারা আজ বড় বড় কথা বলেন, মিছিল-মিটিং করেন-তারাই পুলিশ হত্যা ও প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। তারা ২১ বছর ক্ষমতা থাকাকালীন এ দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আগামীতেও সব প্রতিকূলতা মোকাবিলা করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

 

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে সেই আওয়ামী লীগ আজ সুসংগঠিত। বিকল্পধারা আমাদের শরীক দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে বিকল্পধারাসহ সব শরীকদল অঙ্গীকারাবদ্ধ।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অবসর) আব্দুল মান্নান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:০২ | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d