
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ সকালে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বিএনপি ও সমমনাদের পক্ষ থেকে বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। এ অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Posted ০৬:৪৪ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain