নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ জুন ২০২৪ | প্রিন্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সুপার এইটে আছে বাংলাদেশ। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে এই পর্বে পৌঁছেছিল তারা। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় সেমিফাইনালের স্বপ্নও অনেকটা ফিকে হয়ে গেছে।
তবে সেমিতে খেলতে হলে ভারতের বিপক্ষে আজকের ম্যাচে জিততে হবে। আর এই ম্যাচে হারলে শেষ হয়ে যাবে সব সম্ভাবনা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম মুখোমুখি হবে দুই দল।
সুপার এইটে দুই দলের এটা দ্বিতীয় ম্যাচ। নাজমুলবাহিনী ডিএল মেথডে মার্শবাহিনীর কাছে হেরেছে ২৮ রানে। অন্যদিকে, রোহিত শর্মার দল আফগানিস্তানকে হারিয়েছে ৪৭ রানে।
তাই সেমিফাইনাল খেলতে আজ রোহিতবাহিনীকে হারানোর বিকল্প নেই টাইগারদের। যদি ভারত জিতে যায়, তাহলে সুপার এইট আনুষ্ঠানিকতায় পরিণত হবে টাইগারদের। পরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব।
Posted ০৬:৩২ | শনিবার, ২২ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain