নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
স্বাধীনদেশ : ঝিনাইদহে নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, জেলার ৬টি উপজেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সদর ৩, হরিণাকুন্ডু ২, শৈলকূপায় ৫, কালীগঞ্জ ৯, কোটচাঁদপুর ৫ ও মহেশপুর উপজেলা থেকে ৭ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করে পুলিশ সদস্যরা। এর মধ্যে মহেশপুরে দুজন জামায়াত কর্মী রয়েছে বলে সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ নিশ্চিত করে।
Posted ০৮:১৭ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain