
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ জুলাই ২০২৩ | প্রিন্ট
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না। অর্জিত জ্ঞান প্রয়োগ করার দক্ষতাও থাকতে হবে। দক্ষতা হলো নিজ হাতে কোনো কাজ করতে পারা। আর দক্ষতা অর্জন করতে পারলেই আমাদের আয় বাড়বে, দেশের অর্থনীতি এগিয়ে যাবে।
আজ চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, গত বছর চাঁদপুর থেকে ৪৫ হাজার ৫০০ জন বিদেশে গেছেন। তারা প্রত্যেকেই প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে, কাজের ব্যবস্থা করেই সেখানে গেছেন। এতে একদিকে তাদের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, অন্যদিকে তাদের পরিবারও আর্থিকভাবে সুরক্ষিত হয়েছে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, প্রবাসীদের যে সংখ্যা সে অনুপাতে চাঁদপুরের অবস্থান অষ্টম। কিন্তু প্রবাসীদের আয়ের হিসেবে আমাদের অবস্থান পঞ্চম। অর্থাৎ আমাদের এই জেলা থেকে যারা যাচ্ছেন তারা একটু বেশী আয় করছেন অন্য জেলার তুলনায়। এর মানে তারা ভাল কাজ করছেন।
ডা. দীপু মনি বলেন, চাদঁপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য হলো বিদেশগামীদের দক্ষতা বৃদ্ধি করা। গত বছর এ জেলা থেকে ৪৫ হাজার ৫০০ জন কর্মী বিদেশে গেছে। আশা করি, এ বছর এক লাখের বেশি মানুষ যাবে এবং প্রত্যেকেই প্রশিক্ষিত ও দক্ষ হবে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্যাহ প্রমুখ।
Posted ১২:০১ | শনিবার, ১৫ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain