নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমণ্ডি শাখার দুটি লকারে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, তার বোন শাহিনা খান এবং তাদের মা ইকবাল মান্দ বানুর এক কেজি ৬৭০ গ্রাম অলংকার ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার আইনজীবীর আবেদন পর্যালোচনা করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই আদেশ দেন। শাহিনা খানের আইনজীবী জাকির হোসেন ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত জানায়, ২০০৭ সালের ২৫ মার্চ ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরির ভিত্তিতে জোবায়দা রহমান, তার বোন শাহিনা খান এবং তাদের মা ইকবাল মান্দ বানুর অলংকার দুটি লকার থেকে জব্দ করা হয়।
এরপর সেই দিনই জব্দ করা অলংকার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ধানমণ্ডি শাখার তৎকালীন সেলস টিম ম্যানেজার আবদুল্লাহ আল জায়ীদের জিম্মায় দেওয়া হয়। পরবর্তীতে শাহিনা খান, তার মা ইকবাল মান্দ বানু ও বোন জোবায়দা রহমান যৌথভাবে লকারগুলো ফের চালু করার জন্য আদালতে আবেদন করেন। আদালতের আদেশে তদন্তকারী কর্মকর্তা একাধিকবার প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের পর্যালোচনায় দেখা যায়, জব্দ করা অলংকারের বিষয়ে আর কোনো মামলা নেই।
Posted ১১:০১ | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain